চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন (১৭) এবং শামসুল হক (৭০) নামের এক বৃদ্ধ সোমবার গলায় ফাঁস  ও বিষপানে আত্মহত্যা করেছে।

জানা যায়, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা নতুনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন পরিবারের উপর অভিমান করে ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।

অপরদিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কুমিল্লী গ্রামের শামসুল হক (৭০) নামের এক বৃদ্ধ গ্যাস কীটনাশক ট্যাবলেট (কীটনাশক) পান করে আত্মহত্যা করেছে। দু’ছেলের বিবাদ নিয়ে ক্ষোভে-দুঃখে গ্যাস ট্যাবলেট খায়। পরে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে।

(এসএইচএম/এসপি/জুলাই ০৩, ২০১৮)