আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : খুলনা জেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে।

হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানী সংস্থার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএআরএস) ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্তিমূলক ও স্বচ্ছ বাজেট প্রক্রিয়াকে গতিশীল করতে সুশীল সমাজ সংগঠনগুলোকে শক্তিশালীকরণ (সিএসও এবং এলএ) প্রকল্পের আওতায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

অভিজ্ঞতা বিনিময় সভায় খুলনার ধামালিয়া, জলমা, আইচগাতী, খর্নিয়া, সুরখালী, টিএস বাহিরদিয়া, শোভনা, ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণ অংশগ্রহণ করেন।

হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানী সংস্থার প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামারিয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ান মোল্লা, ইউপি সদস্য আবুল কালাম, মিজানুর রহমান, নুর আলম সরদার, জাফর মৃধা, হাসান আল মামুন, চাঁনমনি দেওয়ান, মিন্টু শিকদার, ইউপি সচিব মাহতাব হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাসার, স্টেফস টু ওয়ার্কস ডেভলপমেন্ট শরিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার জেসমিন সুলতানা প্রমুখ।

(টিবি/এসপি/জুলাই ০৪, ২০১৮)