ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক রবিবার গভীর রাতে ঈশ্বরদীর চরগড়গড়ি এলাকা হতে  গাঁজা ও মাদকসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

আটককৃতরা হলো চরগড়গড়ি গ্রামেরমৃত তৈয়জ উদ্দিন প্রামাণিকের পুত্র ফটিক পরামানিক (৫৫) এবং নিয়াত উল্লাহপুর গ্রামের মৃত ইসলাম প্রামাণিকের পুত্রঃ জালাল পরামানিক (৩৫)।

র‌্যাব জানায়, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্থানীয়রা জনিয়েছে। এব্যাপারে রবিবার সকালে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।

(এসকেকে/এসপি/জুলাই ০৭, ২০১৮)