ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘খালি পেটে কোন শিশুকেই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল না খাওয়ানের জন্য আহব্বান জানিয়েছেন ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

রবিবার সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) এর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ আহব্বান জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এফ এ আসমা খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন উপপজেলা নির্বাহী অফিসার আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা ও ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন।

অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ সম্পর্কে তথ্য চিত্র উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম সেলিম।

উল্লেখ্য, আগামী ১৪ই জুলাই ঈশ্বরদীসহ সারাদেশে শুণ্য হতে পাঁচ বছর বযসী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পূর্ব প্রস্ততি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

(এসকেকে/এসপি/জুলাই ০৭, ২০১৮)