ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে রবিবার ভোর ৪টার দিকে বিএসএফ’র হাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ি আটক হয়েছেন।

জানা যায়, তার নাম খায়রুল ইসলাম। সে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার ভোর ৪টার দিকে খায়রুল বাঘাডাঙ্গা বিওপির মেইন পিলার ৬০/৮৮-আর থেকে আনুমানিক ৫শ’ গজ ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ভারতের কুমারীপাড়া এলাকা দিয়ে আসার সময় ভারতীয় টহল পুলিশের হাতে আটক হন।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) পক্ষ থেকে জানানো হয় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে ভারতীয় হাসখালী থানায় সোপর্দ করা হয়েছে। তাই তাকে ফেরৎ দেওয়া সম্ভব নয়।

(ওএস/জেএ/জুলাই ১৩, ২০১৪)