আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেলের হস্তক্ষেপে দীর্ঘ দিন পর বুধবার সকালে ২৭নং ছোট ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানার বিরোধ নিস্পত্তি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ২৭নং ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত স্থানীয় মো. মেজবাউদ্দিন খান তুহিনের সাথে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ১৫লক্ষাধিক টাকা ব্যয়ে বিদ্যলয়ের সীমানা প্রাচীর নির্মান করতে গেলে ঠিকাদারকে বাধা দেয় জমির মালিক দাবিদার তুহিন। অবশেষে বুধবার সকালে স্কুলের লাইব্রেরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে জমির বিরোধ মিমাংসার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজাদ হোসেন জাহাঙ্গীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল কাগজপত্র পর্যালোচনা স্কুলের জায়গা মেপে বুঝিয়ে দিয়ে দীর্ঘ দিনের সমস্যার সমাধান করেন।

এসময় স্কুল সীমানার মধ্যে অবৈধ দোকান আগামি ৫ দিনের মধ্যে উচ্ছেদের জন্য নিদের্শ দেন তিনি। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

(টিবি/এসপি/জুলাই ১১, ২০১৮)