গোপালগঞ্জ প্রতিনিধি : প্রায় দুই লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্দেশে গোপালগঞ্জে অাজ (শনিবার) থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাক হাসান সকালে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিভিল সার্জন ডাঃ তরুন মন্ডল। প্রথম রাউন্ডে জেলার প্রায় দুই লাখেরও বেশি শিশুকে ভিটামিন `এ' ক্যাপসুল খাওয়ানো হয়। এক বছরের কম বয়সী ২৪ হাজার ৩৩০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং এক বছর থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৬৭ হাজার ৮৮৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

উল্লেখ্য, জেলার মোট ১ হাজার ৭৬০ টি কেন্দ্রে এ ক্যাম্পেইনের জন্য ৩ হাজার ৫২০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়াও বাসষ্ট্যান্ড, নদী পারাপারের ঘাট ও রেল ষ্টেশনে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানতে পারা গেছে।

(এফএইচএস/এসপি/জুলাই ১৪, ২০১৮)