আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩০ লাখ শহীদদের নামে বৃক্ষ রোপন কর্মসূচীর গাছ লাগাতে গিয়ে বুধবার সকালে আগৈলঝাড়ায় হামলার শিকার হয়েছে গৈলা দাখিল মাদ্রাসার সুপার ও তার ছেলে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ও শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৈলা দাখিল মাদ্রাসার আহত সুপার সুপার মাওলানা রফিকুল ইসলাম নেছারী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি ৩০ লাখ শহীদদের নামে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে তার মাদ্রাসা চত্তরে তিনি শ্রমিক নিয়ে গাছ রোপন শুরু করেন।

এ সময় মাদ্রাসার পাশ্ববর্তি বাড়ির প্রবাসী কামাল খান ও তার স্ত্রী রোজিনা বেগম পথের জন্য বেশী জায়গা রাখার দাবি করে তাকে গালমন্দ করেন। গালমন্দের প্রতিবাদ করায় সুপার রফিকুল ইসলামের উপর হামলা চালিয়ে তার জামা কাপড় ছিড়ে ফেলে। বাবাকে মারধরে প্রতিবাদে সুপারের ছেলে বিএম কলেজের ছাত্র আশিকুল ইসলাম শেখ এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করেন কামাল দম্পত্তি।

খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারের নির্দেশে গাছ লাগানো সুপারকে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

(টিবি/এসপি/জুলাই ১৮, ২০১৮)