আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় চিকিৎসাধীন নিহত মেধাবী ছাত্রী মিনহাজ হাসান মিলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। চার বছর পরে সড়ক দুর্ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় পুলিশ ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে।

এজাহারের বরাত দিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গত ১৭জুলাই উপজেলার পূর্ব পয়সা গ্রামের নজরুল ইসলাম তার মেয়ে মিলিসহ বাড়ির সামনের রাস্তায় মাহেন্দ্রর ভাড়া পরিশোধ করার সময় মিলিকে বেপারোয়া গতির একটি মোটর সাইকেল ধাক্কা দিয়ে ফেলে আহত করে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে মিলিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। বরিশাল শেবাচিম হাসাপাতালে আইসিইউ’তে ভর্তিরত অবস্থায় ২০ জুলাই সকালে মিলি মারা যায়। এঘটনায় অজ্ঞাতনামা আসামী করে শুক্রবার রাতে মিলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন নং-১১(২০.৭.১৮)।

সূত্রমতে গত চার বছর পর আগৈলঝাড়া থানায় সড়ক দুর্ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সর্বশেষ সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের হয় ২০১৪সালে। মিলি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে অষ্টম শ্রেণীতে পয়সা স্কুল থেকে এ(+) পেয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল শনিবার সকালে জব্দ করেন তিনি। আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(টিবি/এসপি/জুলাই ২১, ২০১৮)