আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা আগৈলঝাড়ায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মিয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার বিকেলে রামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় পুনরায় তারা ইসকন মন্দির প্রাঙ্গনে রথ টেনে নিয়ে যান।

উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেবের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। এছাড়াও রথখোলা ও রথবাড়ি, পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরে উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ২২, ২০১৮)