ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহদত বার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুনের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি। এসময় মুলাডুলি ইউপি’র চেযারম্যান সেলিম মালিথা, সলিমপুরের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদারসহ বিভিন্ন সরকরি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুধিজন উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ৩১, ২০১৮)