বিনোদন ডেস্ক : শ্রদ্ধা কাপুরের পর এবার সালমান খানের পালা। সাংবাদিকরা এবার বয়কট করলেন সালমানকে। এক ফোটোসাংবাদিক জানিয়েছেন, সালমান খানকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নইলে আমরা ওর ছবি তুলব না।

এই বয়কট আগামী ২৫ জুলাই ‘কিক’ রিলিজ হওয়া পর্যন্ত চলবে। সালমান বাসস্ট্যান্ডে সাইকেল চালালেও ওর ছবি তোলা হবে না। সোমবারের মিটিংয়ে আমাদের ইউনিয়ন থেকে এই নিয়ে আলোচনা হবে।
ঘটনার সূত্রপাত যেভাবে, গত শুক্রবার একটি ইভেন্টে সালমান ফোটোসাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সালমানের দেহরক্ষীরা ও ইভেন্টের সিকিউরিটিরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এদিন সালমান বলেছিলেন,যারা এই ইভেন্টে থাকতে চান তারা থাকতে পারেন আর বাকিরা স্বাচ্ছন্দ্যে বেড়িয়ে যেতে পারেন।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,এই ঘটনার পরই ফটোগ্রাফাররা ক্ষেপে যান। তারা আদেশ মানতে অস্বীকার করেন। যদিও সালমানের ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না। কারণ কারোর গায়ে হাত দেননি তিনি।
এই ঘটনার আগেই নাকি সালমানকে ফটোগ্রাফাররা কোন নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পোজ দিতে বলেন এবং সালমান ছবি না তুলেই চলে যান। এরপরই সালমান মিডিয়ার উদ্দেশ্যে বলেন তারা ইচ্ছে করলে বেড়িয়ে যেতে পারেন।
এরপরই ফটোসাংবাদিকরা বলেন, সালমান তাদের অনুরোধ এভাবে অস্বীকার করতে পারেন না। কিছুদিন আগেও শ্রদ্ধা কাপুরকেও বয়কট করেছিলেন ফটোগ্রাফাররা। যদিও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা মিটিয়ে নিয়েছিলেন শ্রদ্ধা। তবে সালমান কি করবেন? তিনি কি সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন? এ প্রশ্নের জবাব অবশ্য দাবাং খানই দিতে পারবেন।
(ওএস/এএস/জুলাই ১৪, ২০১৪)