স্পোর্টস ডেস্ক : মাঠে না থাকলেও ফুটবল ভক্তদের মনজুড়ে ছিলেন নেইমার। তার অনাকাঙ্ক্ষিত বিদায় বেদনা হয়ে বেজেছে ফুটবল প্রেমীদের মনে।

শুধু তাই নয় মেসি- রোবেনকে ডিঙিয়ে জনপ্রিয় অনলাইন মাধ্যম টুইটারে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন ব্রাজিল দলের এ তারকা।

টুইটার জানিয়েছে, সদ্য সমাপ্ত বিশ্বকাপের সবচেয়ে আলোচিত খেলোয়াড় ছিলেন নেইমার।

কলম্বিয়ায় ফুটবলার নৃশংসতায় নেইমার বিশ্বকাপের মাঝপথে বিদায় না নিলে হয়তো বিশ্বকাপের ফল পাল্টে যেত। তার অভাব ব্রাজিলে দলে এতটাই প্রকট ছিল যে, সেমিফাইনালের মতো ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানির কাছে গো হারা হেরেছিল তার দল।

নেইমারের পরেই আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দলকে সেমিফাইনাল পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষের দুই ম্যাচে কেমন যেন ফ্যাকাশে থাকার পরও টুইটারে তার অবস্থান দ্বিতীয়।

তৃতীয় অবস্থানে আছেন উরুগুয়ের রাক্ষস খ্যাত লুইস সুয়ারেজ। কামড়কাণ্ড তাকে জনপ্রিয়তার এ স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছে।

এবারে টুর্নামেন্টের সবচেয়ে ফ্লপ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন চতুর্থ অবস্থানে। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে পর্তুগালের বিদায়ের কারণে সেরা তিন থেকে ছিটকে পড়েছেন তিনি।

তবে সবচেয়ে বড় অন্যায়ের শিকার হয়েছেন ডাচ তারকা অ্যারিয়েন রোবেন। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও টুইটারে জনপ্রিয়তার পঞ্চম স্থানে ঠাঁই হয়েছে তার।

আর রোবেনের পরেই আছেন ব্রাজিল দলের আরেক তারকা অস্কার।

(ওএস/এস/জুলাই ১৫, ২০১৪)