শেরপুর প্রতিনিধি : শেরপুরে ৭০ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর শনিবার রাতে সদর উপজেলার গাজীরখামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল সদর উপজেলার গনই মমিনাকান্দা এলাকার আব্দুল মালেকের ছেলে। রবিবার দুপুরে কামালকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

রবিবার সকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার গাজীরখামার এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। ওইসময় ওই এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি ভাঙারির গোডাউন থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত কামাল সিলেট থেকে শেরপুরে এনে ওই গাঁজা মজুদ করছিল এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ওই ঘটনায় কামালসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(এসআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)