ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি লাইন থেকে সরিয়ে নেয়ার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ শুরু করে। এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী ও ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রামে থকে সিলেট ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)