নাটোর প্রতিনিধি : সিরিয়াল ছাড়া রোগী না দেখায় সন্ত্রাসীরা বুধবার নাটোরের মিড মিশন হাসপাতাল ভাংচুর করে ।

এলাকাবাসী সুত্রে জানাযায়, এক রোগীর অভিভাবকরা ব্যাপটিষ্ট মিড মিশন হাসপাতালে বুধবার লাইনে না দাঁড়িয়ে রোগীকে আগে দেখার জন্য চাপ দেয়। চিকিৎসক সিরিয়াল ছাড়া রোগী দেখতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এসময় ওই রোগীর পক্ষ নিয়ে ১০ থেকে ১২ জন যুবক হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ ডা. মাশাশি তমিওকা জানান, রোগীদের লাইনে দাঁড় করিয়ে সিরিয়াল অনুযায়ী রোগী দেখা হয়। একদল যুবক নাক-কান গলার একজন সাধারন রোগীকে আগে রোগী দেখার জন্য বলে। তাদের লাইনে দাড়িয়ে সিরিয়াল নিতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের কাঁচের দরজা জানালা সহ আসবাবপত্র ভাংচুর করে।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, স্থানীয় একদল সন্ত্রাসী অযৌক্তিক দাবি করে হাসপাতালে ভাংচুর চালায়। তাদের সনাক্ত করা সহ গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

(এমআর/জেএ/জুলাই ১৬, ২০১৪)