নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারি ফোরাম গঠন করা হয়েছে। বুধবার রাতে নোবিপ্রবিতে কর্মরত সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

ফোরামের আহবায়ক সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আরাফাত রহমান, যুগ্ম আহবায়ক সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেহাম্মদ ওয়াহেদ উল্যা, সদস্য সচিব সেকশন অফিসার মো. সাখায়েত উল্যাহ।

আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মকর্তা কর্মচারিদের জ্যৈষ্ঠতা, পদোন্নতি, চাকুরী নিয়মিতকরণসহ বিভিন্ন ন্যায় সঙ্গত সুযোগ সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যার প্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারিদের স্বার্থ অক্ষুন্ন ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষে এ ফোরাম কাজ করবে।

(জেএইচ/জেএ/জুলাই ১৭, ২০১৪)