চট্রগ্রাম প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে ব্রাশফায়ার করে এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে।

নিহত যুবলীগ কর্মীর নাম মোহাম্মদ হোসেন (৪০)। নিহত মোহাম্মদ হোসেন মরিয়মনগরের তেলীপাড়া গ্রামের অলি আহাম্মদের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবলীগ কর্মী।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।আহতরা হলেন, আলতাফ হোসেন প্রকাশ ও মোহাম্মদ শরীফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর যুবলীগ কর্মীরা বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে আড্ডা দেওয়ার সময় ৪/৫ জনের মুখোশধারী সেখানে প্রবেশ করে ব্রাশফায়ার করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই যুবলীগ কর্মী মোহাম্মদ হোসেন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আলতাফ হোসেন প্রকাশ এবং মোহাম্মদ শহীদ নামে আরো দুই যুবলীগ কর্মী।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ ওলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

(এসি/অ/জুলাই ১৭, ২০১৪)