নিউজ ডেস্ক : তৈলাক্ত ত্বকের চাইতে যন্ত্রণার জিনিস খুব কমই আছে। খুব দ্রুতই মুখ তেলতেলে হয়ে যায়, অনেক ব্রণ ওঠে, আর চেহারাটা দেখায় মলিন ও বিবর্ণ। আর এই বিচ্ছিরি তৈলাক্ত ত্বকের যত্নে লেবু ও কমলালেবু হতে পারে অত্যন্ত কার্যকরী উপাদান। আসুন, জেনে নেই লেবু ও কমলায় কিছু ঘরোয়া রূপচর্চা।

লেবুর হরেক গুণ
একথা সকলেই জানেন যে ভিটামিন সি-এর উৎস লেবু। ত্বকের জন্য এটি ব্লিচের কাজ করে। মুখের দাগ, অ্যাকনে, স্কিন টোনিং ও মুখকে পরিষ্কার করতে সক্ষম।
-লেবুর রস ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখকে -দাগমুক্ত করতে সাহায্য করে ও উজ্জ্বল করে তোলে।
-মুখে কালো কালো ছোপের সমস্যা থাকলে যে কোন ফেস প্যাকের সাথে অল্প লেবুর রস মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। আস্তে আস্তে দাগ কমে যাবে। মনে রাখবেন, মুখে লেবু ব্যবহার করবেন কেবল রাতের বেলা।

কমলায় সুন্দর ত্বক
কমলালেবুর মধ্যে ভিটামিন সি আছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। মুখের দাগ হ্রাস করতে ও বয়সের ছাপ দূর করতে খুব উপকারী।
-শুকনো কমলালেবুর খোসা গুঁড়ো করে নিন। সামান্য দুধ মিশিয়ে তা দিয়ে সপ্তাহে অন্তত দু’দিন মুখে মাসাজ করতে হবে। এটি স্ক্রাবারের কাজ করে।
-কমলার পাল্প মুখে সরাসরি মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বককে তেলমুক্ত হতে সাহায্য করবে।
-টক দইয়ের সাথে কমলার রস মিশিয়ে মুখে মাখুন। ত্বক হবে নরম ও মসৃণ।

(ওএস/অ/জুলাই ১৮, ২০১৪)