স্টাফ রিপোর্টার : ঢাকেশ্বরী মন্দিরের বেদখল হওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক চেতনাকে কবর দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে ।

দেশবাসীর উদ্দেশ্যে আমু বলেন, ‘অতীতে আপনারা যেমন করে সাম্প্রদায়িক শক্তি নির্মূলে কাজ করেছেন, বর্তমানেও একইভাবে কাজ করবেন।’

বিএনপি-জামায়াত জোট প্রসঙ্গে আমু বলেন, ১৯৭১ সালের ন্যায় ২০০১ সালেও সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছিল। সেই সময়ও আওয়ামী লীগ সংখ্যালঘুদের পাশে ছিল।

অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বলেও জানান তিনি।

ঢাকেশ্বরী মন্দিরের বেদখল জমি প্রসঙ্গে মন্ত্রী জানান, ঢাকেশ্বরী মন্দিরের বেদখল হওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)