নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ঐতিহ্যবাহি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশিল সমাজ সহ প্রায় ৩ হাজার এলাকাবাসী শোভাযাত্রায় অংশ নেয়। এসময় একটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নোয়খালী জেলা আ.লীগ সদস্য ডা. আব্দুর রব, ৫নং চরজুবিলী ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হানিফ চৌধুরী, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব মো: কাজী নজরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আমির খসরু মাহমুদ, ৫নং চরজুবিলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী। বক্তারা বিদ্যালয়টির ইতিহাস ঐতিহ্য, পড়ালেখার গুণগত মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়টি জাতীকরণের জন্য নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপির প্রতিধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এ বিদ্যালয়টি জাতীকরণ হওয়ায় খুশীর আমেজ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে।

(এস/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)