পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যে মুহুর্তে ক্ষমতায় থাকে সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদে থাকে। । তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন আ’লীগ ক্ষমতায় আসলে ইসলাম বিদ্বেষী কাজ করবে, অথচ আওয়ামী লীগ সরকারের আমলেই ইসলামে পক্ষে বেশি কাজ হচ্ছে।

শুক্রবার বিকেলে মইজ্জ্যার টেক এলকায় পশ্চিম পটিয়ার কর্ণফুলী থানা যুবলীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণফুলী থানা যুবলীগের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব্ কমার্সের সহ সভাপতি সৈয়দ জামাল, দক্ষিণ জেলা আ’লীগ নেতা এম এন ইসলাম, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সরাথী চৌধুরী, আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, আবু সামা, সাহেদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহেল, দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল মান্নান, কর্ণফুলী থানা কৃষক লীগ সভাপতি রফিকুল্লাহ, সাধারণ সম্পাদক নেভী হারুন, আ’লীগ নেতা আমির আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন হায়দার, আব্দুর মান্নান খান, ইঞ্জিনিয়ার হাসমত আলী, তারেক হাসান জুয়েল, মু: মহিউদ্দিন, আলমগীর, মু: শাহজাহান, মু: শহীদুল ইসলাম, মু: হাসান, মু: সেলিম, বাহাদুর, মু: জসীম, কাজী ইকবাল, মো: মোকাররম, ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন, আবদুল মালেক রানা, মনির উদ্দিন, সেলিম উদ্দিন সানি, সেলিম, সাইফুদ্দিন প্রমূখ।
(এনআই/এএস/জুলাই ১৯, ২০১৪)