পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ সাদাতা আহমদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির দীর্ঘ দিনের বিবাদ ভুলে এক মঞ্চে পাশা পাশি বসায় পটিয়া বিএনপির রাজনীতির নতুন মেরুরকরণ সৃষ্ঠি হযেছে।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া ও পটিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক। গতকাল শুক্রবার পটিয়াস্থ রয়েল কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌরসভা বিএনপির সভাপতি এটিএম মুহিবুল্লাহার সঞ্চালনায় এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া, বিএনপি নেতা এনামুল হক এনাম, সিনিয়র সহ সভাপতি কবিয়াল ইউসুফ, খরনা ইউপি চেয়ারম্যান মফজল আহমদ, বিএনপি নেতা একেএম জসিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিন্টু, জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু, সহ শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, কমিশনার ইব্রাহিম, আশিয়া বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক মেম্বার, কেলিশহর বিএনপির সভাপতি আবুল কালাম, ভাটিখাইন বিএনপির সভাপতি মো: ইউনুচ, ছনহরা বিএনপির সেক্রেটারী মাকসুদ আলমদার, জঙ্গল খাইন বিএনপির সভাপতি কলিমুল্লাহ চৌধুরী, হাবিলাসদ্বীপ বিএনপির সেক্রেটারী মোহাম্মদ আলী, কেলিশহর বিএনপির সেক্রেটারী জসীম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মহসিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রশীদ দৌলতী, কুসুমপুরা বিএনপির সেক্রেটারী আবদুর রহিম, ভাটিখাইন বিএনপির সেক্রেটারী মো: লোকমান, বিএনপি নেতা জাগির মেম্বার, আবু তৈয়ব চৌধুরী, জাহাঙ্গীর আলম, হাজী আবছার, মির্জা আবছার, পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সেলিম চৌধুরী, জাহাঙ্গীর আলম সাইফুল ইসলাম খোকন, রাজ্জাক, রুবেল আরমান, এস এম সুমন, আবদুর রহিম, হামিদুর রহমান, পিয়ারু, আলী আব্বাস, জসীম উদ্দিন প্রমূখ।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৪)