রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গৌর ঘোষ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার তালার জেঠুয়ায় সালাউদ্দিনের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত গৌর ঘোষ তালার জেঠুয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।

তালা থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, কৃষক গৌর ঘোষ বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যান নছিমন নিয়ে শনিবার সকাল সাতটার দিকে বিলে ধান আনতে যাচ্ছিলেন। পতিমধ্যে জেঠুয়া বাজারের পার্শ্ববর্তী সালাউদ্দিনের দোকানের সামনে পৌছালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)