কুড়িগ্রাম-২
নৌকা প্রতীকের প্রার্থীর দাবিতে রাজারহাটে আ.লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বিক্ষোভ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সোমবার দুপুরে (২৬ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলীর নৌকা প্রতীকে প্রার্থী দেয়ার দাবিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ করেছে।
ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ পৌছে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে গত ২৫নভেম্বর রবিবার সন্ধ্যার পর কুড়িগ্রাম-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী দেয়ার খবর ছড়িয়ে পড়লে রাজারহাট উপজেলা সদরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল প্রদর্শন শেষে উপজেলা সদরের বিভিন্ন মোড়ে টায়ারে আগুন দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। রাত ৮ টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকাগামী নৈশকোচ সহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে। অপরদিকে রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম বলেন, কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলীকে নৌকা প্রতীকের প্রার্থী করার দাবিতে আমরা আন্দোলন করছি।
জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল করে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীক দেয়ার জোর দাবী জানাচ্ছি প্রধানমন্ত্রীর নিকট। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, এখন পরিবেশ শান্ত রয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।তবে আওয়ামীলীগে-ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
(পিএমএস/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)