স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল দল আর জার্মানি বা স্পেন ফুটবল দলের মান এখন আর এক নেই বলে মন্তব্য করেছেন এই সময়ের সাড়া জাগানো সেরা ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার। ব্রাজিল ফুটবল দলের ইউরোপীয় ট্রেনিং পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি মনে করি জার্মানি ও স্পেন ফুটবল দল থেকে ব্রাজিল এখনও অনেক পিছিয়ে আছে।

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবগুলোর সমালোচন করেন এবং বার্সার এ তারকা খেলোয়াড় বলেন, আমাদের ইউরোপীয় ফুটবলারদের সঙ্গে তাল মেলাতে হবে এবং আমাদের ফুটবলারদের আরও বেশি যত্ন নিতে হবে। গত ৪ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগার অবৈধ ভাবে আঘাত করাতে মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় গুরুতর ব্যথা পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় নেইমারের। বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে চার গোল করেন এই তারকা খেলোয়াড়।ইনজুরির কারণে আগামী আগস্ট থেকে শুরু হওয়া লা-লিগা মৌসুমে নেইমার অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

(ওএস/এটিআর/জুলাই ১৯, ২০১৪)