স্পোর্টস ডেস্ক : আর্তুরো ভিদালের জুভেন্টাসে থাকা নিয়ে যে গুজব উঠেছে তাকে আরেকটু উস্কে দিলেন ভিদাল নিজেই। তিনি স্বীকার করলেন, ক্লাবে থাকার ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।

জুভেন্টাস থেকে কোচ আন্তনিও কন্তে চলে যাবার পর ধারণা করা হয়েছিল এই গ্রীষ্মে তুরিন ছেড়ে অন্য কোথাও চলে যাবেন ভিদাল। কিন্ত তিনি বলেন, ২০১৪-১৫ সিজনে তিনি কোথায় যাবেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

চিলির পত্রিকা লা কুয়ার্তাকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, জুভদের হয়ে আমি তিনটি চ্যাম্পিয়নশিপ জিতেছি। আমার সতীর্থদের আমি সম্মান করি।

২৭ বছর বয়সি চিলির এই খেলোয়াড়কে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া রিয়াল মাদ্রিদও তাকে পেতে চায়।

এই বিষয়ে তিনি বলেন, আমি রিয়াল এবং ম্যান ইউ’র আমার প্রতি আগ্রহের বিষয়ে শুনেছি। কিন্ত এগুলি আমার এজেন্ট দেখবে।

তিনি আরো বলেন, আমি সত্যিই জানি না, আমার জুভেন্টাস অধ্যায় শেষ হয়েছে কিনা। আগে ইতালি যাই। তারপর নতুন কোচের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, ২০১১ সালে বায়ার লেভারকুসেন থেকে ১০.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে গিয়েছিলেন আর্তুরো ভিদাল।

(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)