স্টাফ রিপোর্টার : ২৬ জুলায়ের মধ্যে বেতন ভাতা পরিশোধের নিশ্চয়তা দিলেও ৮৫% গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন ভাতা প্রদানের কোন নিশ্চয়তা নেই বলে জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন।

সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ জুলায়ের মধ্যে বেতন ভাতা পরিশোধের নিশ্চয়তা দিলেও ৮৫% গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন ভাতা প্রদানের কোন নিশ্চয়তা নেই। ১৫% কারখানায় ১০/১৫ দিনের বেতন দিবে এবং বেতনের ৪০ থেকে ৪৫% বোনাস দিবে। এক মাসের ওভারটাইম কোন কারখানাতেই দিবে না।

আজ শনিবার সকালে রাজধানীর কমরেট নির্মল সেন মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি মোশরেফা মিশুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ১৯, ২০১৪)