নওগাঁ প্রতিনিধি : শুক্রবার রাতে নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নেছার উদ্দিন (২০) নামে এক বিজিবি সদস্য মারাত্মক আহত হয়েছে। তাকে পত্নীতলা বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া সংঘর্ষে ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মামুনুর রশীদ (২০) আহত হয়।

বিজিবি সূত্র জানায়, রাত ৯ টায় বিজিবির একটি টহল দল সীমান্তের ৬২/৩এস মেইন পিলারের কাছে পৌঁছলে জোতওসমান গ্রামের মাদক ব্যবসায়ি ফেরদৌস ও হাবিরের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ি ভারত থেকে দুই বস্তা মদ ও ফেন্সিডিল নিয়ে মটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। সেখানে ওঁত পেতে থাকা সাদা পোশাকে বিজিবি সদস্যরা তাদেরকে ঘিরে ফেললে ফেরদৌস ও হাবিব গ্রামবাসীদের সহায়তায় বিজিবি সদস্য নেছার উদ্দিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

জানা গেছে, বিজিবির টহলদল মাদক ব্যবসায়িদের প্রতিরোধ করলে গ্রামে তাদের সমর্থকরা বিজিবির ওপর চড়াও হয়। বিজিবি সদস্যরা গ্রামের মামুন নামে এক মাদ্রাসা ছাত্রকে টেনে হেঁচড়ে মোটর সাইকেলে উঠিয়ে ক্যাম্পের নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে মামুনকে তাদের কাছ থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে বস্তাবর বিজিবি ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় দুটি মোটর সাইকেলে ৫ জন লোককে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে টহলরত সিপাহী মো. নেছার উদ্দিন (২০) আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে আহত বিজিবি সদস্য নেছার উদ্দিন নজিপুর ৪৬ ব্যাটালিয়নে চিকিৎসাধীন রয়েছে।

(বিএম/জেএ/জুলাই ১৯, ২০১৪)