ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন কার্যক্রম বিষয়ক কর্মশালা শনিবার ঈশ্বরদী হেলথ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এফ এ আসমা খান এর সভাতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ আলী ভুইয়া।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, ডা: জান্নাতুল ফেরদৌস ও ডাঃ তাসমিন তামান্না স্বর্ণা।

কর্মশালায স্বাস্থ্য সম্মত জীবন যাপন, অনিয়মের কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার বিষয় নিযে আলোচনা হয়। এছাড়াও খাদ্যাভাস, চলাফেরা, ফাস্টফুড-লবণ-ফ্যাট জাতীয় খাদ্য পরিহারের কথা বলা হয়। সকল অনিয়মের বিষয় গুরুত্বারোপ করে এলাকায় এসকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য আহব্বান জানানো হয়।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)