সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোসলেম খানের মেয়ে ও সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী মুর্শিদা খাতুন (১৮) তার প্রেমিক একই গ্রামের মৃত রজা খার ছেলে ছবদুলের (২৬) প্রতারণার শিকার হয়ে, গত ২ নমেম্বর ১৮ ইং তারিখে আত্মহত্যা করে।

এ ঘটনায় ৫ নভেম্বর ১৮ই তারিখে সুজানগর থানায় ৯-ক/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আত্মহত্যার করার জন্য প্ররোচনায় দানের অপরাধে মামলা দায়ের হয়। মামলা হওয়ার পর থেকে আসামী ছবদুলের পক্ষ লইয়া একই গ্রামের মৃত আকবর শেখের ছেলে মাহাই শেখ (৩০), আফতাব শেখের ছেলে হালিম শেখ (২৮), মৃত রজা খার ছেলে জব্বার খা (৪০) মাহাতাব শেখের ছেলে বাবু শেখ (৩৫) সহ গং মামলার বাদী মসলেম খা কে মামলা প্রত্যারের জন্য প্রাণনাশের হুমকি ও বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার বাদী মোসলেম খা অভিযোগ করে বলেন আসামী ছবদুল কে পুলিশ গ্রেফতার না করায়, সে এলাকার প্রভাবশালীদের দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছে। আমার পরিবারের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়রী করেছি, তবুও নিরাপত্তারহীনতায় দিন রাত জ্ঞাপন করছি। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। মামলা আইও এস আই হাসান জানান আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৮)