রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
প্রত্যুষে ৬টা ৩০ মিনিটে উপজেলা শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টি, বিএনপি, প্রেসক্লাব রাজারহাট, সরকারী মীরইসমাইল হোসেন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, শিক্ষক সমিতি, উপজেলা স্কাউটসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসেম ও উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
(পিএমএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)