আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি বলেছেন, আওয়ামীলীগের শক্তি জনগণ। তাই আওয়ামীলীগ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় না। আর আওয়ামীলীগে ভোট দিয়ে দেশ ও জাতি কখনও ঠকেনি।

তিনি বলেন, এই নৌকায় ভোট দিয়েই দেশ স্বাধীনতা পেয়েছে, আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ আজ উন্নয়নশীল দেশেরে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। অপরদিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা পাঁচ বারের প্রধানমন্ত্রী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় থেকে পাঁচ বার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। খালেদা নিজেও তার স্বামী জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত চ্যারিটেবল মামলায় দুর্নীতি করে বর্তমানে সাজা ভোগ করছেন।

রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার সন্ধ্যায় ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি প্রভাষক অমিও লাল চৌধুরীর সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বিদেশী পত্রিকার বরাতে, দুর্নীতিতে আক্রান্ত খালেদার সুযোগ্য ছেলে তারেক রহমান লন্ডনে ১৬ হাজার কোটি টাকার মালিক ! দেশটাকে তারা লুটে পুটে খেয়ে জঙ্গী আর সন্ত্রাসীদের আস্তানায় পরিনত করেছিল। মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়ে জোট-বিএনপির সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে এই মাসে জাতি আবারও আরেকটি বিজয় উল্লাস করবে বলে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

হাসানাত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলাঞ্চলের মানুষ। তাই তিনি আমাদের মতো বিলাঞ্চলের মানুষের দুঃখ কস্ট বোঝেন। তিনি বোঝেন বলেই আবার তিনি সরকার গঠন করতে পারলে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই সমগ্র দেশ উন্নয়নসহ দক্ষিনাঞ্চলের প্রাণের দাবিতে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় গেলে পদ্মাসেতু নির্মাণ কাজ বন্ধ করে দেবে। কারণ, ওরা প্রতিহিংসার রাজনীতি করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিরান হাতকে শক্তিশালি করতে নৌকাকে পুনরায় বিজয়ী করারও আহ্বান জানান তিনি।

এ সময় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার বজলুর রহমান ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা মশিউর রহমান বাদশা’র নেতেৃত্বে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ও রতœপুর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি ইসাহাক আলী শাহ’র নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

বিজয় দিবসের আলোচনানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৭, ২০১৮)