স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ সদস্যদেরকে দিয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের একটি রিট দায়ের করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

এ বিষয়ে ইউনুস আলী জানান, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার নির্দেশনা চেয়ে আদালতের নিকট আবেদন দাখিল করা হয়েছে।

তিনি বলেন, ৯৬ অনুচ্ছেদ সংশোধন করা হলে সংবিধানের ২২ অনুচ্ছেদ (বিচার বিভাগের পৃথককরণ) এবং ৯৪ অনুচ্ছেদ (বিচারপতিদের স্বাধীনতা) লঙ্ঘন হবে। তাই সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ২০, ২০১৪)