স্টাফ রির্পোটার : শিক্ষিতদের কৃষিকাজে অনীহা দূর করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন কৃষকের ছেলে লেখাপড়া শিখে কৃষক হয়ে মাঠে যেতে চায় না। একাজে তাদের অনীহা। এ অনীহা দূর করতে হবে।

তিনি বলেন, কৃষিশিক্ষাকে পাঠ্যক্রমে এমনভাবে যুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীরা কৃষিকাজে উৎসাহিত হয়। এটি যে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র কাজ তা তাদের বোঝাতে হবে।
কৃষিকাজকে আরো বেশি করে যান্ত্রিকীকরণ করা হলে তারা অবশ্যই উৎসাহিত হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
রবিবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(ওএস/এএস/জুলাই ২০, ২০১৪)