স্টাফ রিপোর্টার : চলতি বছরেই ফোরজি প্রযুক্তির লংটার্ম ইভাল্যুয়েশন (এলটিই) সেবা পেতে যাচ্ছেন গ্রাহকরা।

সেবা চালু করতে ইতিমধ্যেই নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অবশ্য এর আগেই ওয়াইম্যাক্স অপারেটরার এই সেবা চালু করতে পারে বলে জানা গেছে।

সূত্রমতে, উচ্চগতির তারবিহীন ইন্টারনেট সেবা (এলটিই) চালু করতে থ্রিজি সেবাদাতা সেলফোন অপারেটরদের জন্য ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম (তরঙ্গ) অবমুক্ত করা হবে। তরঙ্গ বরাদ্দের নিয়ম-কানুন সংশ্লিষ্ট নীতিমালা তৈরি করতে ইতিমধ্যেই বিটিআরসির তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার এটিএম মনিরুল আলমকে আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামী অক্টোবরের মধ্যেই একটি খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তরঙ্গ অবমুক্ত করার জন্য নিলাম অনুষ্ঠিত হবে।

বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, নীতিমালা চূড়ান্ত হলে সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রিজি/ফোরজি/এলটিই) লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফোন অপারেটরদের এলটিই প্রযুক্তি সেবা দিতে পারবে। তবে এ জন্য অপারেটরদের আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের (আইটিইউ) স্বীকৃতি অনুযায়ী ৬৯৮-৮০৬ মেগাহার্টজ অর্থাৎ ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিতে হবে।

(ওএস/এটিআর/জুলাই ২০, ২০১৪)