আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এরশাদ সিকাদারের সহযোগী, যুবদল সভাপতি ও জামাতকর্মীসহ গোয়েন্দা তালিকাভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘরে গত ২২ ডিসেম্বর সন্ধ্যার পর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় প্রবাসীর স্ত্রী সান্তনা বেগম বাদী ওই রাতেই অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামী বেলুহার গ্রামের খাদেম হোসেনের ছেলে উপজেলা যুবদলের একাংশের সভাপতি আলী হোসেন ভুইয়া স্বপন,পশ্চিম সুজনকাঠী গ্রামের আ. কাদের সরদারের ছেলে, কুখ্যাত এরশাদ শিকদারের ঘনিষ্ট সহযোগী ও বিএনপি নেতা সেলিম সরদার ও রাংতা গ্রামের সিদ্দিক আকনের ছেলে জামাত কর্মী মামুন আকনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে তাদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত স্বপন ১৯৯৮ ও ২০১৫ সালের ১৪ ও ৬ নম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী। সেলিম সরদার বিরুদ্ধে ১৯৯৮ ও ২০১০ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামীসহ গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশেরও তালিকাভুক্ত অপরাধী। সোমবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)