নিউজ ডেস্ক : জন্ম নিয়ন্ত্রণের জন্য আর কনডমের প্রয়োজন পড়বে না। বিকল্প হিসেবে আসছে গর্ভনিরোধক ইনজেকশন।

যারা মিলনে কনডম পরতে সমস্যা অনুভব করেন, তাদের জন্য এ এক সুসংবাদ। আর এ ইনজেকশন শুধু পুরুষদের জন্যই।

চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, এ ইনজেকশন কনডমের চেয়ে অনেক দিক দিয়েই ভালো। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইচ্ছেমতো এর কার্যকারিতো নষ্ট করে দেয়া যাবে।

স্কটল্যান্ডের পত্রিকা ‘দ্য স্কটিশ সানে’ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইনজেকশন প্রস্তুত করেছেন। বিশ্বের ৪০০ দম্পতির মধ্যে এ ইনজেকশন শিগরিই পরীক্ষা করা হবে।

এই পরীক্ষার নেতৃত্বে থাকা প্রফেসার রিচার্ড অ্যান্ডারসন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সঞ্চালিত এই পরীক্ষায় ৩৭-৪৫ বছর বয়সী ৪০০ দম্পতিকে যুক্ত করা হবে। এ পরীক্ষার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

(ওএস/অ/জুলাই ২০, ২০১৪)