চন্দন সাহা, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. তাজুল ইসলামকে মন্ত্রী করার সংবাদে বইছে আনন্দেও বন্যা, চলছে মিষ্টি বিতরণ। 

মো.তাজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আ¯হাভাজন রাজনীতিবিদ হিসেবে ব্যাপক পরিচিত।তিনি কুমিল্লা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

লাকসাম-মনোহরগঞ্জ এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও আশা পূরণ করে তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সর্বস্তরের জনগনসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের সকলনেতৃবৃন্দ।

মো.তাজুল ইসলাম ১৯৯৬ সালে এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে এবারসহ চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত পনের বছর সংসদ সদস্য থাকাকালে তিনি বিভিন্ন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সর্বশেষ বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, আওয়ামীলীগ প্রার্থী মোঃ তাজুল ইসলাম এমপি এবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৭০৬০২ ভোট,এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজীম পেয়েছেন ১১৩০৯ ভোট।

(সি/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)