আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া উপজেলা সদরে এক রাতে দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফুল্লশ্রী গ্রামের মৃত লতিফ খলিফার স্ত্রী ঘরে সিঁধ কেটে চোর প্রবেশ করে ঘরে থাকা বিকাশ ব্যবসার নগদ ২১৫০০ টাকা নিয়ে যায়। ওই রাতে উপজেলা সদরে শিক্ষক সুশান্ত মজুমদারের বাড়িতেও চোরের দল সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ ১৮হাজার টাকা, বিদেশী টর্চ লাইট, মোবাইল ফোন নিয়ে গেছে। একই রাতে কলেজ গেটে সৈকত মন্ডল দীপুর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস দোকানে চোরের দল টিনের বেড়া কেটে প্রবেশ করে সমস্ত মালামাল তছনছ করেছে। শিক্ষক সুশান্ত মজুমদার চুরির ঘটনা থানাকে অবহিত করেছে। ডিউটি অফিসার এসআই সুজন হালদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(টিবি/এসপি/জানুয়ারি ১১, ২০১৯)