গাইবান্ধা প্রতিনিধি : চরাঞ্চলে গরু ও নৌ-ডাকাতি বন্ধের দাবীতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার দুপুরে ভূক্তভোগী জনসাধারণ ওই কর্মসূচীর আয়োজন করে। পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল ফুলছড়ি হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা থানার সামনে ফুলছড়ি-উল্যা সড়কে এক ঘন্টা ব্যাপী অবরোধ কর্মসূচী পালন করে। ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবোরোধ তুলে নেয়।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দিনে রাতে ডাকাতের অত্যাচারে চরাঞ্চলের মানুষ ও নৌপথের যাত্রীরা অতিষ্ট হয়ে উঠেছে। সশস্ত্র ডাকাতরা প্রতি রাতে চরের মানুষের গরু, ছাগল, ভেড়া ডাকাতি করে নিয়ে যাচ্ছে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদের প্রত্যক্ষ সহযোগিতায় সংঘবদ্ধ ডাকাতরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলে বক্তারা চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

(এইচইবি/এটিআর/জুলাই ২১, ২০১৪)