কুষ্টিয়া প্রতিনিধি : আগামী দু’দিনের মধ্যেই চালের বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। হঠাৎ চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া চেম্বার ভবনে কুষ্টিয়ার চালকল মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা বলেন জেলা প্রশাসক।

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন মুয়াজ্জিমের সভাপতিত্বে বৈঠকে তিনি আরো বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমান ধান উৎপাদন হয়েছে। এমতাবস্থায় চালের দাম উর্ধ্বমুখী হবার কথা নয়। তাই আগামী দু’দিনের মধ্যে চালের বাজার স্থিতিশীল হয়ে যাবে। এসময় চালের বাজার যাতে করে কোনক্রমেই অস্থির না হয় সেই লক্ষে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং টিম বাজারে কাজ করবে বলেও জানান।

এসময় কুষ্টিয়া চেম্বার অফ কমার্স, চালকল মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(কেকে/এসপি/জানুয়ারি ১৬, ২০১৯)