রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবুলাল রায় (৫৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরার তালা উপজেলা সদরের পুরাতন থানার সামনে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুলাল রায় উপজেলার তেঁতুলিয়ার তেরছি গ্রামের মৃত নন্তু লাল রায়ের ছেলে ও তালা সেটেলমেন্ট অফিসের নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুলাল রায় সেটেলমেন্ট অফিসে নাইট ডিউটি শেষে শুক্রবার সকাল সাতটার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি তেরছি যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন থানার সামনের পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক দেখে চালক মোটরসাইকেলটি দাড় করালে পিছন থেকে পড়ে যান বাবুলাল।

এ সময় ট্রাকটি গতি নিয়ন্ত্রণ না করে তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বাবুলালের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)