রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জেলায় প্রথম বাণিজ্যিকভাবে ফুলের চাষ সম্প্রসারণের লক্ষ্যে স্থাপিত ফুল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজারহাট উপজেলার ছিনাই ইঊপির ছিনাইহাট মৌজার আর কে রোড সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম (সেলিম), রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, ফুল কন্যা কৃষাণী মোছাঃ মরিয়ম বেগম প্রমূখ।

(পিএম/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)