স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিগ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনি তার নতুন ম্যানেজার লুইস ভ্যান গালকে নিশ্চয়তা দিয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। ওল্ড ট্রামফোর্ডে গত সপ্তাহ থেকে ভ্যান গাল কাজ শুরু করেছেন। তার দায়িত্বে নেদারল্যান্ডস দল বিশ্ব আসরে তৃতীয় স্থান দখল করতে পেরেছে।

তবে এবার ক্লাব দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করার জন্য আমেরিকা সফরে গিয়েছেন তারা। রুনি বলেন, আমরা সবাই নিজেদের সেরা খেলাটা দেখানোর চেষ্টা করব। প্রতিদিনের অনুশীলনে নিজের অবস্থা বুঝতে পারব এবং দেখাতে পারব আমাদের দলের কি যোগ্যতা রয়েছে। প্রাক-মৌসুমে ম্যান ইউ এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে। রুনি আরো বলেন করেন,আমরা প্রত্যেকে নতুন ম্যানেজারকে খুশি করার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। অনুশীলনে যা শিখেছি তা মাঠে কাজে লাগাতে চেষ্টা করব। আমরা নতুন চিন্তা ও প্রশিক্ষণ নিয়ে মাঠে নামব। অনুশীলন করার জন্য মাত্র একটি সেশন পেয়েছি। ম্যান ইউয়ের সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পাচ্ছেন জুয়ান মাতা। তিনি বলেন,এটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটি সেশন শুরু হচ্ছে। গত ছয়-সাত বছর আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম। আশা করি সেরা খেলাটা উপহার দিতে পারব।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)