রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফটক বন্ধ করে দিয়ে মালামাল বিক্রি করতে আপত্তি জানানোয় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সহকারি প্রশিক্ষক ও নৈশপ্রহরীকে পিটিয়ে জখম করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে বেনেরপোতা এলাকার টিটিসি’র প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, টিটিসি’র সহকারী প্রশিক্ষক সবুজ সরদার ও নিরাপত্তাপ্রহরী শহীদুল ইসলাম। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরঘাটা এলাকার তাইজুল ইসলামের ছেলে সৌরভ, বিনেরপোতা বসুন্ধারা এলাকার কছিমুদ্দিনের ছেলে হোসেন আলী, একই এলাকার নুর ইসলামের ছেলে আজিজুল ইসলাম ও নগরঘাটা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রাজু আহমেদ টিটিসি’র প্রধান ফটক বন্ধ করে বিভিন্ন মালামাল বিক্রয় করছিলো। নিরাপত্তাকর্মী শহীদুল ইসলাম তাদেরকে ফটক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে তারা উত্তেজিত হয়ে শহীদুল ইসলামের হামলা করে। এসময় সহকারী প্রশিক্ষক সবুজ সরদার প্রতিবাদ করতে গেলে তারা সবুজ সরদারকেও মারপিট করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান বলেন, ফটকের সামনে ফাকা করার অনুরোধ জানানোর কারণে তাদের উপর হামলা করা হয়েছে। হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিষ্ঠানটির ফটকের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সেখানে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় আনা হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)