কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম আনসারী দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার আব্দুর গণি আনসারীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, ২০১০ সালের ১৫ মে দৗলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে ওই বছরের ৭ অগাস্ট পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচার সুনানী শেষে স্বাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে সন্দোহনীতভাবে প্রমানিত হওয়ায় বুধবার এ রায় দেন বিজ্ঞ বিচারক। তবে আসামি পলাতক থাকায় তাকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের দাবি করেছেন বাদী পক্ষের লোকজন।

(কেকে/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)