নাটোর প্রতিনিধি : নাটোরে দু’টি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে ভেজাল গুড় ধবংস করা হয়েছে। রবিবার বিকেলে  সদর উপজেলার ছাতনী ভাটপাড়া গ্রামে নির্বাহী ম্যাজিষ্টেট শফিকুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার ছাতনী ভাটপাড়া গ্রামের অভিযান চালায়। নির্বাহী ম্যাজিষ্টেট শফিকুর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই গ্রামের গফুর শাহের ছেলে মকবুল শাহ এবং রজব আলীর ছেলে রেজাউলের গুড় তৈরীর কারখানায় তল্লাশী করে গুড়ে ভেজাল মেশানোর হাইড্রোজ, ফিটকিরি, চিটাগুড় ও বিভিন্ন রাসায়নিক পদার্থ সহ প্রায় ১৫০ মণ ভেজাল গুড় জব্দ করে। পরে তা ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর আগেই টের পেয়ে ওই দু’টি কারখানার লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। স্থানীয়রা জানায়, মকবুল শা ও রেজাউল র্দীঘ দিন ধরে ভেজাল গুড় তৈরী করে ব্যবসা করে আসছিল।

(এমআর/এটিআর/জুলাই ২১, ২০১৪)