আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে রবিবার বিকেলে বেগম আলেয়া বৃত্তি প্রদান করা হয়েছে। 

জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন বেগম আলেয়ার সন্তান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর কাউন্সিলর সিকদার মোঃ খোকন, সেলিনা আক্তার, আওয়ামী লীগ নেতা মামুন মাঝি উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)