চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি দমন কমিশনের সহায়তায় এই স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, দুদকের পাবনা জেলার উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান ও থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)